॥স্টাফ রিপোর্টার॥ ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীর নেতা বনি আমিন পান্নার ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ২৭শে নভেম্বর বাদ আসর তার পরিবারের আয়োজনে রাজবাড়ী শহরের সেগুন বাগিচাস্থ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিলের পূর্বে পান্নার কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৭শে নভেম্বর রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাসে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল এবং ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীর নেতাকর্মীদের মধ্যে সংঘটিত সহিংসতায় ছাত্র মৈত্রীর নেতা বনি আমিন পান্না প্রতিপক্ষের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং ওই সহিংসতায় সরকারী কলেজ ছাত্র সংসদের তৎকালীন ভিপি ছাত্রদল নেতা একেএম সিরাজুল আলম চৌধুরীকে এলোপাতারীভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তবে প্রাণে বেঁচে যান ভিপি সিরাজ।
ছাত্র মৈত্রীর নেতা বনি আমিন পান্নার ২৩তম মৃত্যু বার্ষিকীতে তার বন্ধু বান্ধন ও স্বজনেরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।