॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী জেলার বিভিন্ন থানার ৮৫টি মাদক মামলা আদালতে নিস্পত্তির পর মামলায় জব্দ থাকা আলমত ধ্বংস করা হয়েছে। গতকাল ২৪শে নভেম্বর বিকেলে রাজবাড়ীর আদালত সংলগ্ন পুরাতন জেলখানার সামনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিমের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম ও কোর্ট মালখানার সিএসসি মোঃ মহিবুর রহমান উপস্থিত ছিলেন।
ধ্বংসকৃত আলামতের মধ্যে রয়েছে ৩বোতল ফেনসিডিল, তরল ফেনসিডিল ৫০০মিলি, তাড়ি ২লিটার, গাঁজা ২৬ কেজি ৩৪৮গ্রাম, গাঁজার পুরিয়া ৪৮৪টি, গাঁজার গাছ ৩টি, হেরোইন ১৯.৭৮গ্রাম ও ইয়াবা ১৮পিচ।
এছাড়াও এসব মামলায় জব্দকৃত নগদ ৩২হাজার ২০টাকা সোনালী ব্যাংকের রাজবাড়ী শাখায় সরকারী কোষাগার এবং ৫টি মোবাইল নিলামের মাধ্যমে বিক্রির পর বিক্রি লব্দ টাকা সরকারী কোষাগারে জমা দেওয়ার জন্য আদেশ দেয়া হয়।