॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে আজ ২৩শে নভেম্বর বেলা সাড়ে ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কবি কাজী রোজী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. এ.কে.এম আজাদুর রহমান এবং পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।
এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, বাংলাদেশ সরকারের সফল এ মন্ত্রীর আগমনে পৌরসভা পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজবাড়ীর সর্বস্তরের নাগরিকদের নিয়ে পৌরসভা চত্বরে মন্ত্রীকে এই সংবর্ধনা প্রদান করা হবে।
উল্লেখ্য, এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের পরে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন নবনির্মিত কালুখালী থানা ও মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ভবন, বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস স্টেশন উদ্বোধন এবং বালিয়াকান্দি কলেজের মাঠে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।