॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলা প্রশাসকের গোপনীয় সহকারী(সি.এ) মোঃ মকবুল হোসেন খানের মাতা হামিদা বানু(৯০) আর নেই। গতকাল ৯ই নভেম্বর সকাল ১০টা ৪৫মিনিটে বার্ধক্য জনিত কারণে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি —— রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩পুত্র ও ৩কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে (বাদ আসর) রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা শেষে ভবানীপুর ২নং পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
নামাজে জানাযায় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, কালেক্টরেটের এনডিসি মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার শাহ্ মোঃ সজীব, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব আকবর আলী মর্জি, কালেক্টরেটের কর্মচারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লীরা অংশগ্রহণ করেন। ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মনির হোসেন জানাযার নামাজে ইমামতি করেন।
মরহুমার পুত্র মোঃ মকবুল হোসেন খান জানান, তার পিতা মোঃ ইউসুফ খান রেলওয়ের রাজবাড়ীর লোকোসেডে এস.এস ফিটার পদে চাকুরী করতেন। ১৯৭১ সালে তিনি মারা যান। শহরের স্টেশন সড়কে নিজ বাসভবন সংলগ্ন মোঃ ইউসুফ খানের প্রতিষ্ঠিত “ইউসুফ ওয়াচ” নামক ঘড়ি সার্ভিসিংয়ের দোকান ছিল। মৃত্যুর পূর্বে তার মাতা হামিদা বানু তার মেঝ বোন মোছাঃ শহর বানু বেবীর ৩নং বেড়াডাঙ্গাস্থ বাসভবনে ছিলেন।
আগামী ১২ই নভেম্বর বিকেলে ৩নং বেড়াডাঙ্গাস্থ মরহুমার মেঝ কন্যা মোছাঃ শহর বানু বেবীর বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।