॥স্টাফ রিপোর্টার॥ ভারতীয় স্টার জলসা ও জি-বাংলা টিভি চ্যানেল বন্ধসহ দেশীয় সংস্কৃতি রক্ষার দাবীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গত ৭ই নভেম্বর বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভূমিহীন আন্দোলনের জেলা শাখার সভাপতি ডাঃ মতিন মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের রাজবাড়ী জেলা শাখার নেতা হাকিম সরদার, আব্দুল জলিল মল্লিক ও মফিজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমিহীন আন্দোলনের সদর উপজেলা শাখার সদস্য সচিব এস.এম রিয়াজুল করিম।
সমাবেশে শেখ নাসির উদ্দিন বলেন, স্টার জলসা ও জি-বাংলার মতো চ্যানেলের কারণে আমাদের দেশীয় সংস্কৃতি আজ হুমকীর সম্মুখীন। এ সকল টিভি চ্যানেলে বিভিন্ন বাজে সিরিয়াল প্রদর্শনের কারণে বাংলার ঘরে ঘরে আজ অশান্তি বিরাজ করছে। সেগুলোর অভিনেত্রীরা পরিপটি পোশাক আর অঙ্গসজ্জার মাধ্যমে সবসময়ই নিজেদেরকে আকর্ষনীয় করে রাখেন, সেসব দেখে আমাদের মতো ভূমিহীন কৃষক পরিবারের নারীদের চাহিদা মেটাতে ও কুট-কৌশল অভিনয় দেখে সমাজের সর্বত্র অপরাধ বেড়ে চলেছে। পরকীয়া বৃদ্ধির পাশাপাশি সংসারে স্বামী-স্ত্রী, বৌ-শ্বাশুড়ী-ননদের মধ্যে গৃহযুদ্ধ লেগেই আছে, বেড়ে চলেছে ইভটিজিং আর আত্মহত্যার মতো ভয়ংকর প্রবণতা। অপরদিকে অফিস-আদালতে বেড়েছে ঘুষ-দুর্নীতি। ফলে নারীদের বুদ্ধিমত্তার অবক্ষয় হচ্ছে আর পুরুষদের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। দেশের মানুষের নৈতিক চরিত্র আর বিবেকের অবক্ষয় হচ্ছে। এ জন্য সরকারের প্রতি আমাদের অনুরোধ অবিলম্বে চ্যানেলগুলো বন্ধ করা হোক।