॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর মামাতো ভাই ব্যবসায়ী মোঃ তুহিন আহম্মেদ(৪৭) আর নেই। গতকাল ৫ই নভেম্বর ভোর ৫টার দিকে রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি—রাজিউন)। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গতকাল ৫ই নভেম্বর সন্ধ্যায় বাদ মাগরিব রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া খানকা শরীফ বড় মসজিদে জানাযার নামাজ শেষে তাকে ভবানীপুর ২নং পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাযাতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক এবং রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাযাতে ইমামতি করেন খানকা শরীফ বড় মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ শাহজাহান।
মরহুমের ভগ্নিপতি এজাজ আলী জানান, গত ৩ঠা নভেম্বর রাতে ডায়রিয়া জনিত কারণে অসুস্থ্য হয়ে পড়লে তুহিন আহম্মেদকে পরদিন সকালে নিজ বাড়ীতে চিকিৎসা প্রদান করা হয়। পরে তার অবস্থার আরো অবনতি হলে তাকে রাজবাড়ী হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মৃত্যুবরণ করে।
উল্লেখ্য, রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গার মৃতঃ নাছির উদ্দিনের ছেলে তুহিন আহম্মেদ ছিলেন ৭ভাই-বোনের মধ্যে পঞ্চম। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তুহিন আহম্মেদ রাজবাড়ী পৌর আওয়ামী লীগের ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও রাজবাড়ী বাজারের হাজী মার্কেটের জনপ্রিয় এশা ভিডিও’র মালিক ছিলেন।
এদিকে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সদস্য তুহিন আহম্মেদের অকাল মৃত্যুতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুম তুহিন আহম্মদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।