॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির মৌরাট কালীবাড়ী(পোস্ট অফিস) প্রাঙ্গনে গতকাল ২৫শে ডিসেম্বর বিকেলে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও রাতে শুভ অধিবাসের মধ্য দিয়ে ১১তম বার্ষিকী ৩২ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে।
জানাযায়, আজ সোমবার ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩২ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন চলবে। পাশাপাশি আজ সোমবার সন্ধ্যা ৬টায় রাধাগোবিন্দ মন্দিরের আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ৩০ ডিসেম্বর কুঞ্জভঙ্গ, নগর সংকীর্তন, ভোগ আরাধনা, বিশ্ব শান্তি কল্পে সমবেত প্রার্থনা এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে।
এছাড়া আগামী ৩১শে ডিসেম্বর দুপুরে কবি গানের আয়োজন করা হয়েছে। মাদারীপুরের প্রখ্যাত কবিয়ালগণ অনুষ্ঠানে কবির লড়াই করবেন বলে জানা গেছে।
মৌরাট ইউনিয়ন নামযজ্ঞ উদযাপন পরিষদের সভাপতি শ্রী উদয় শংকর চক্রবর্তী আয়োজিত সকল কর্মসূচিতে যোগদানের মাধ্যমে কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।