॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির জিয়েলগাড়ী মধ্যপাড়া গ্রামে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে।
জানাযায়, হাবাসপুর ইউপির জিয়েলগাড়ী মধ্যপাড়া গ্রামের ৪/৫টি জলাশয়ে সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ৫০/৬০ বাড়ীর লোকজনের চলাফেরায় সমস্যা সৃষ্টি হচ্ছে। সেই সাথে গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছেন পরিবারের লোকজন। জলাবদ্ধতার কারণে গঙ্গানন্দদিয়া-জিয়েলগাড়ী পাকা সড়কের বিভিন্ন স্থানে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় জলাশয় থেকে পানি নিষ্কাশন জরুরী হয়ে পড়েছে।
এ ব্যাপারে হাবাসপুর ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুস সালাম জানান, জিয়েলগাড়ী মধ্যপাড়া গ্রামের ৪/৫টি জলাশয়ে সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারণে অত্র এলাকার ৫০/৬০ টি পরিবারের লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। এছাড়া গঙ্গানন্দদিয়া-জিয়েলগাড়ী-পাজাখোলা খালের উপর সোবাহান হুজুর, শহর আলী মন্ডল, হারুন শেখ ও চন্দর আলী মন্ডলের বাড়ীর সামনে বাঁশের সাঁকো সংস্কারের গুরুত্বারোপ করেন তিনি। এসব ব্যাপারে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের জন্য ইউপি মেম্বার আব্দুস সালাম পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের নিকট দরখাস্ত করেছেন বলে জানা গেছে।