॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৈত্রী থিয়েটার গ্রুপের সহ-সভাপতি গোবিন্দ চন্দ্র ঘোষ(৫২) আর নেই।
গতকাল ১৬ই সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী শহরের স্টেশন রোডের নিজ বাড়ীতে তিনি পরলোকগমন করেন। মৃত্যুর পূর্বে গত কয়েকমাস ধরে তিনি দূরারোগ্য জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল রবিবার সন্ধ্যা জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় তার মরদেহে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। রাত সাড়ে ৮টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাখা হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ও যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। রাত ৯টায় রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার মরদেহ দাহ করা হয়।
তার মৃত্যুতে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, মৈত্রী থিয়েটার গ্রুপের সভাপতি সাংবাদিক এম.দেলোয়ার হোসেন, স্বদেশ নাট্যাঙ্গনের সভাপতি তপন কুমার দে, সাধারণ সম্পাদক অজয় দাস তালুকদার প্রমুখ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীও প্রয়াত গোবিন্দ চন্দ্র ঘোষের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এছাড়াও গোবিন্দ চন্দ্র ঘোষের অকাল মৃত্যুতে জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গোবিন্দ চন্দ্র ঘোষ ছাত্রজীবনে জেলা ছাত্রলীগের এবং পরবর্তীতে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সংস্কৃতি কর্মীদের মাঝে তিনি জনপ্রিয় ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।