॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামে হাজেরা বেগম(৪৮) নামে এক নারীকে গলাকেটে হত্যা ও তার পুত্রবধু স্বপ্না আক্তার (২৫)কে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে।
গত ১৭ই আগস্ট নিহতের স্বামী তমিজ উদ্দিন শেখ বাদী হয়ে রাজবাড়ী থানায় অজ্ঞাত আসামী করে ৩২৪/৩০২/৩৪ পেনাল কোড ধারায় মামলাটি দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-২৩, গত ১৬ই আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
রাজবাড়ী থানার এস.আই মিলন মিয়া এ হত্যা মামলার তদন্ত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
নিহতের স্বামী তমিজউদ্দিন বলেন, আমার দুই ছেলে প্রবাসে থাকে। বাড়িতে আমি, আমার স্ত্রী, এক ছেলের বউ স্বপ্না ও চার বছর বয়সী নাতী বসবাস করি। গত বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে আমি আলাদা ঘরে ঘুমিয়ে পড়ি এবং আমার স্ত্রী, ছেলের বউ ও নাতী আরেকটি ঘরে ঘুমায়। রাত সাড়ে ১২টার দিকে ছেলের বউ স্বপ্নার চিৎকার করে ডাক দিলে আমার ঘুম ভাঙ্গে। এ সময় আমি ওই ঘরে গিয়ে দেখি খাটের ওপর আমার স্ত্রী’র গলাকাটা মরদেহ পড়েছে রয়েছে এবং ছেলের বউ স্বপ্না দুই হাতে রক্তাক্ত জখম অবস্থায় কান্নাকাটি করছে।
তার ধারণা পরিকল্পিতভাবে অজ্ঞাত সন্ত্রাসীরা তার স্ত্রী হাজেরা বেগমকে গলাকেটে হত্যা ও তার পুত্রবধু স্বপ্নাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এদিকে, গত ১৫দিনে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর, বানীবহ ও আলীপুর ইউনিয়নে গলাকেটে ৪টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ১জন শিশু ও ৩জন নারী।
এ ঘটনায় এসব অঞ্চলের মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে। আতংক এড়ানোসহ নিরাপত্তার ইতিমধ্যেই আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন এলাকায় পাহাড়ার উদ্যোগ নিয়েছেন।