॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকায় গাউছিয়া টেলিকম সেন্টার নামক একটি মোবাইলের দোকানে গত ২৫শে জুলাই দিনগত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা ওই দোকানের উপরের টিন ও রড কেটে ভিতরে ঢুকে প্রায় ৫লক্ষাধিক টাকার মোবাইল চুরি করে নিয়ে গেছে।
দোকানের মালিক মহিউদ্দিন আহম্মেদ গিটার জানান, গত ২৫শে জুলাই রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে সাটারে তালা মেরে বাসায় যান। পরদিন সকাল ৯টার দিকে তার বাবা দোকান খুলে ভিতরে ঢুকে উপরের টিন ও রড কাটা দেখতে পেয়ে তাকে ফোন করে চুরির বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দোকানে আসেন।
তিনি আরো জানান, অজ্ঞাত চোরেরা তারা দোকান থেকে দুটি র্যাক ভরা সাজানো দামী স্মার্ট ফোন গুলো নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৫লক্ষাধিক টাকা। এছাড়াও চোরেরা তার ক্যাশ বাক্স থেকে কিছু নগদ টাকা ও কিছু সিম কার্ড নিয়ে গেছে। তবে চোরেরা দোকানের মধ্যে পলিথিনে ভরা মরিচের গুড়া ও একটি স্কু-ড্রাইভার রেখে ফেলে রেখে গেছে।