॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮২ ব্যাচের উদ্যোগে বিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য ও বিভিন্ন ঘটনাবলী নিয়ে লেখা ‘স্মৃতিকথন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত ১৮ই জুন সন্ধ্যায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি প্রধান অতিথি হিসেবে স্মৃতিকথনের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, বিদ্যালয়ের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক আফতাব উদ্দিন মিয়া এবং ইংরেজী বিভাগের শিক্ষক আব্দুল গফুর।
স্মৃতিকথনের আহ্বায়ক এডঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক শাহনেওয়াজ পারভেজ টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানে লেখাপড়া করা অনেকেই এখন দেশের সেবা করে যাচ্ছেন। রাজবাড়ীকে আরো সুন্দর করে গড়ে তুলতে বিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীসহ সবাইকে একত্রে কাজ করতে হবে। এই স্মৃতিকথন থেকে বর্তমান ও আগামী প্রজন্ম বিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।