॥হেলাল মাহমুদ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টনের পিতা আলহাজ্ব মোতাহার হোসেন মাস্টার(৭৮) আজ ১৮ই জুন সকাল সাড়ে ৮টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি—— রাজিউন)।
বাদ আসর রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের দক্ষিণ চৌবাড়ীয়া গ্রামের নিজ বাড়ী সংলগ্ন মোল্লা বড়ী জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে তার মরদেহ মসজিদের পাশেই দাফন করা হয়।
জানাযায় রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী আক্তারুজ্জামান হাসান, সভাপতি এডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান ও চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরীসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আলহাজ্ব মোতাহার হোসেন মাস্টার রাজবাড়ী জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং মৃত্যুর সময় পর্যন্ত চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। একসময় তহশীলদার ও কানুনগো হিসেবে চাকুরী করলেও পরে চাকুরী ছেড়ে দিয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং চন্দনী ইউনিয়নের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাবস্থায় অবসর গ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আগামী ২০শে জুন তার নিজ বাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।