॥স্টাফ রিপোর্টার॥ বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালনে ঢাকাসহ সারাদেশে বিএনপির কর্মসূচীর অনুমতি না দেওয়া এবং গ্রেফতারের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল ৮ই জানুয়ারী বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে (খৈয়ম গ্র“প) এ কর্মসূচী পালিত হয়। তবে পুলিশের বাঁধায় মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে আজাদী ময়দানের প্রবেশ মুখে এসেই শেষ হয়।
পরে সেখানে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আসাদুজ্জামান লাল, এডভোকেট এম.এ গফুর, দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক কেএ সবুর শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, সাংগঠনিক সম্পাদক মোবাইদুল ইসলাম মিরাজ, যুবনেতা আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান আরিফ, জেলা তরুনদলের সাধারণ সম্পাদক এসএম কাউছার মাহমুদ, পৌর তরুন দলের সভাপতি জহির রাজ প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা বিএনপির খালেক হারুন গ্র“পের বিক্ষোভ মিছিল ঃ অপরদিকে বিএনপির জেলা বিএনপির(খালেক-হারুন গ্র“প) উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল ৮ই জানুয়ারী দুপুরে শহরে রেলস্টেশন এলাকা সংলগ্ন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ এম.এ খালেকের চেম্বার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রেলস্টেশন সড়কের বটতলা পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কাশেম, জেলা বাস্তহারা দলের সভাপতি মহব্বত হোসেন খোকন, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’র সভাপতি খোন্দকার নূরুল নেওয়াজ, জেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান ঝন্টু, সাবেক সভাপতি আনোয়ার শিকদার প্রমুখ।