॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী বাজারের একটি দোকান থেকে প্রায় ৫হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের ২নং কোম্পানীর সদস্যরা।
গতকাল ১২ই মে দুপুরে রাজবাড়ী বাজারের পুরাতন পাট বাজার এলাকায় আক্কাস স্টোর নামক একটি দোকান ও গোডাউন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পলিথিন গুলো উদ্ধার করে র্যাব।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের ২নং কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচ উদ্দিন জানান, আমাদের কাছে তথ্য ছিল আক্কাছ তার দোকান ও গোডাউনে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রি করে আসছিল। গোপন তথ্যে গতকাল ১২ই মে দুপুর দেড়টার দিকে ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে ওই দোকান ও গোডাউন থেকে প্রায় ৫হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত গঠন করে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন পরিবেশ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) সালের ৬(ক) ধারায় ভ্রাম্যমান আদালতে দোকান মালিক আক্কাছকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত নিষিদ্ধ পলিথিন গোদার বাজার এলাকায় পদ্মা নদীর পাড়ে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।