শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

শিক্ষার্থীদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে —-কাজী ইরাদত আলী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে গতকাল ৯ই মে সকালে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সভাপতিত্বে পরিচিতি সভায় কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন বিশ্বাস, দাতা সদস্য মোঃ মাসুদ হোসেন বিশ্বাস, অভিভাবক সদস্য মোশারফ হোসেন মোল্লা, মনসুর আলী চৌধুরী ও মোঃ সফরুজ্জামান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রাশেদা পারভীন, শিক্ষক প্রতিনিধি মোঃ আঃ করিম সরদার ও রবীন্দ্রনাথ মন্ডল এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ছামিরন নেছা অংশগ্রহণ করেন।
সভায় কমিটির সদস্যগণ পরস্পরের সাথে পরিচিত হন এবং বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ম্যানেজিং কমিটির পরিচিতি সভা শেষে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। ম্যানেজিং কমিটির সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে সমাবেশে বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ সফরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
অভিভাবক সমাবেশে ম্যানেজিং কমিটির সভাপতি কাজী ইরাদত আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এই শিক্ষার্থীই একদিন দেশকে নেতৃত্ব দেবে। তাদের মানুষেরমত মানুষ করতে অভিভাবকদেরই সবচেয়ে বেশী সচেষ্ট হতে হবে। পাশাপাশি শিক্ষকদেরও দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি শিশুকেই লেখাপড়া করাতে হবে। তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করার ব্যাপারে ভূমিকা রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমরা ক্লাস ফাঁকি দিবে না। ক্লাস ফাঁকি দেয়া মানে নিজেকেই ফাঁকি দেয়া। ভালোভাবে লেখাপড়া করবে। মাদক থেকে দূরে থাকতে হবে। বর্তমানে মাদকই সবচেয়ে বড় সমস্যা। এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে।
অভিভাবক সমাবেশ শেষে ম্যানেজিং কমিটির সভাপতি কাজী ইরাদত আলীর নেতৃত্বে ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যগণ এবং শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জালাল উদ্দিন বিশ্বাসের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, ম্যানেজিং কমিটির নবগঠিত সভাপতি কাজী ইরাদত আলী বিদ্যালয়ে এসে পৌঁছালে কমিটির অন্যান্য সদস্যগণ এবং শিক্ষকবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!