॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে অপহরণের পর মারপিটের শিকার হয়েছেন হাসিবুল হোসেন শান্ত(২০) নামে এক ছাত্রলীগ নেতা। গতকাল ৯ই মে সকালে রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়।
শান্ত সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় লক্ষীপুর গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক।
হাসিবুল হোসেন শান্ত বলেন, একমাস আগে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার এক সন্ত্রাসী আমার কাছে মোটর সাইকেল ধার চায়। ওই সময় আমি তাকে মোটর সাইকেল দিতে অস্বীকৃতি জানাই। তখন সে আমাকে হুমকি দিয়ে বলে- বিষয়টি মাথায় রাখিস। আজ বুধবার সকাল সাড়ে ৯টার একটু আগে আমি এইচএসসি’র অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা দেওয়ার জন্য ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকছিলাম। এ সময় ওই সন্ত্রাসী ও তার গ্রুপের ১০/১২জন আমার মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করে রাজবাড়ী ফায়ার সার্ভিস অফিসের পিছনে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা আমাকে বেধরক মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করে। এ সময় আমার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এর প্রায় এক ঘন্টা পর আমি বন্ধুদের সহযোগিতায় আহত অবস্থায় পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিই।
এ ঘটনায় ছাত্রলীগ নেতা শান্ত বাদী হয়ে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি তারিক কামাল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।