॥স্টাফ রিপোর্টার॥ নতুন উদ্যোগে রাজবাড়ী শহরে বেড়াডাঙ্গায় অবস্থিত রহিমুন্নেছা সিনিয়র মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল ৬ই মে বেলা ১১টায় হাকিম মিয়া ওয়াকফ এসটেটের সভাপতি আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী।
আগামীতে কি ভাবে মাদ্রাসাটি পরিচালিত হবে এ বিষয়ে আলোচনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, হাকিম মিয়া ওয়াকফ এসটেটের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম বাবু, সহ-সভাপতি প্রকৌশলী আমিনূল ইসলাম আমিন, জহুরুল হক, হাফেজ মোঃ আলাউদ্দিন, সদস্য মোঃ নুরুজ্জামান নুরু, সাবেক কমিশনার কাইয়ুম খান, কাজী সুলতান আহম্মদসহ বেড়াঙ্গা অঞ্চলের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য তৎকালীন রাজবাড়ী শহরের বিশিষ্ট ব্যবসায়ী ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অবাঙালী বিহারীদের হাতে নিহত আব্দুল হাকিম মিয়া ১৯৫৮ সালে তার মাতা রহিমুন্নেছার নামে রহিমুন্নেছা জামে মসজিদ ও রহিমুন্নেছা সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষে ৭৮ শতাংশ জমি দান করেন। পরবর্তীতে তার নামে আব্দুল হাকিম মিয়া ওয়াকফ এষ্টেট গঠন করা হয়।