॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের কো-অর্ডিনেটর মোঃ আইনদ্দিন শেখ বাদী হয়ে গতকাল ৩রা মে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৩০শে এপ্রিল দুপুর আড়াইটায় আইনদ্দিন শেখ হাসপাতালের মূল ফটক বন্ধ করে নাইটগার্ড আঃ কুদ্দুসের নিকট চাবি বুঝে দেন। গতকাল ৩রা মে সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী রাশিদা বেগম নাইটগার্ডের নিকট থেকে চাবি নিয়ে হাসপাতাল খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পায় যে, কে বা কারা হাসপাতালের দক্ষিণ দিকের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে হেলথ এডুকেটর রহিমার রুমে তালা ভেঙ্গে প্রবেশ করে আলমারী ও ফ্রিজ ভেঙ্গে চুরির ঘটনা ঘটিয়েছে।
জানাযায়, অজ্ঞাত নামা চোরেরা আনুমানিক ৪লক্ষ টাকার ইনসুলিন ও নগদ ১৭হাজার টাকা চুরি হয়েছে। পরে আইনদ্দিন শেখ বাদী হয়ে গতকালই চুরি হওয়া ইনসুলিনের বিবরণ দিয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের সভাপতি।