শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পিবিআই’র অভিযানে রাজবাড়ীর বিকাশ প্রতারণা মামলায় চক্রের ২সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) ফরিদপুরের একটি দল গত ২৪শে এপ্রিল রাতে মধুখালী উপজেলার আড়পাড়া গ্রাম থেকে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্য নজরুল ইসলাম(৩৬) ও নিশ্চিন্তপুর গ্রাম থেকে মাজহারুল ইসলাম হিরু (৩৫)কে গ্রেফতার করেছে।
পিবিআই ফরিদপুরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ২জনই বিকাশের এজেন্ট এবং বিকাশ প্রতারক চক্রের সদস্য। তারা ভুয়া একাউন্ট খুলে প্রতারক চক্রের কাছ থেকে ও এলাকার বিভিন্ন লোকদের প্রলোভন দেখিয়ে কখনো বিকাশের বস, কখনো জ্বীনের বাদশা, কখনো ওয়েলকাম পার্টির পরিচয় আবার কখনো ভুয়া ম্যাসেজ পাঠিয়ে অবৈধ উপায়ে টাকা হাতিয়ে নেয়ার সাথে জড়িত। গত ১৮/১০/২০১৩ইং তারিখে বেলা ১১টার দিকে রাজবাড়ীর রাজিবুর রহমান গাজী নামের একজনের ব্যক্তিগত ০১৭১৩৫৪১৮১২ নম্বরে ০১৭৫১০৯০৬৮২ নাম্বার থেকে তিন বারে মোট ৫৬ হাজার ৪৩০ টাকা পাঠানোর ভুয়া ম্যাসেজ পাঠানো হয়। পরবর্তীতে ০১৬৮৭০০৬০০৩ নম্বর থেকে রিপন পরিচয় দিয়ে ও ০১৬৮৭৯৯৯০০৮ নম্বর থেকে ইমরান পরিচয় দিয়ে কথা বলে এবং ০১৭৮২৬২০২০৯ ও ০১৭৮২৬২০২৬৭ থেকে বিকাশ প্রতারণার মাধ্যমে মোট ৪৩ হাজার ১৪০ টাকা হাতিয়ে নেয়।
এ ব্যাপারে রাজিবুর রহমান গাজী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং-৪২, তারিখ-২৪/০৪/২০১৪ইং, ধারাঃ ৪০৬/৪২০ পেনাল কোড দায়ের করেন।
রাজবাড়ী থানা পুলিশ মামলাটি তদন্ত শেষে চুড়ান্ত রিপোর্ট দাখিল করলে বাদীর নারাজীর প্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) ফরিদপুরকে নির্দেশ দেন।
পিবিআই’র তদন্তকারী অফিসার এস.আই মোঃ বাবুল হোসেন মামলাটি তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে পিবিআই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকারের নেতৃত্বে ২৪শে এপ্রিল তারিখে দীর্ঘ ৬ঘন্টা অভিযান পরিচালনা করে রাত অনুমান ১১টায় নজরুল ইসলাম(৩৬), পিতা-সিরাজ মন্ডল, সাং-আড়পাড়া এবং মাজহারুল ইসলাম হিরু (৩৫), পিতা-মসিয়ার রহমান, সাং-নিশ্চিন্তপুর, উভয় থানা-মধুখালী, জেলা-ফরিদপুরদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নজরুল মন্ডলের কাছ থেকে নগদ ৩০ হাজার ৭৭০ টাকা ও প্রতারনার কাজে ব্যবহৃত ১৪টি পুরাতন নকিয়া মোবাইল সেট, ১টি স্যামসাং মোবাইল সেট, ১টি হাওয়াই ট্যাব, ১টি লেনেভু ট্যাব, বিভিন্ন অপারেটরের ১৭টি সিম, বিকাশ ক্যাশ ইন ৬টি রেজিস্ট্রার, বিকাশ খাতা ক্যাশ আউট ৩টি এবং রকেট ডেইলি ট্রানজেকশন ১টি রেজিস্ট্রার জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!