॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে কালো পতাকা র্যালীতে বাঁধা দিয়েছে পুলিশ। গতকাল ৫ই জানুয়ারী দুপুর ১২টায় শহরের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট এম.এ খালেক জানান, জেলা বিএনপির উদ্যোগে(খালেক-হারুন গ্রুপ) রেলস্টেশন এলাকায় তার চেম্বার থেকে গত বৃহস্পতিবার দুপুরে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে কালো পতাকা প্রদর্শন ও র্যালী বের করা হয়। র্যালীটি চেম্বার থেকে স্টেশন রোডে আসলেই বাধা দেয় পুলিশ। পরে পুলিশের বাধার মুখে চেম্বারের সামনে পথসমাবেশ করা হয়।
এতে জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক হারুন -অর-রশিদ হারুন, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি গোলাম কাশেম, জেলা বাস্তহারা দলের সভাপতি মহব্বত হোসেন খোকন, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’র সভাপতি খোন্দকার নূরুল নেওয়াজ, জেলা য্বুদলের রেজাউল করিম পিন্টু, মাসুদুর রহমান লাল, নজরুল ইসলাম, আঃ রব, জেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান ঝন্টু, যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাবুব আলম শাহিন, বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোমিন খান প্রমুখ বক্তব্য রাখেন
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ৫ই জানুয়ারীকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে বিএনপি।