॥শিহাবুর রহমান॥ আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সুসংগঠিত হচ্ছে রাজবাড়ী জেলা যুব মহিলা লীগ। এ উপলক্ষে রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হচ্ছে।
গতকাল ১৩ই ডিসেম্বর বিনোদপুর ৩নং ওয়ার্ড পৌর যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বিনোদপুরে মছিউর রহমানের বাড়িতে কর্মী সভার আয়োজন করা হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমা বেগম রতœা।
জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহাফুজা খাতুন মলির সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্য শাহানা ইসলাম শান্তনাা, ঢাকা মহানগরের নেত্রী(উত্তর) বিলকিস পারভীন, রাজবাড়ী যুব মহিলা লীগের অন্যতম নেত্রী এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতী, রাজবাড়ী পৌর যুব মহিলা লীগের সভানেত্রী মুক্তি রানী কর, সাধারণ সম্পাদক তানজিলা আক্তার ও সাংগঠনিক সম্পাদিকা সেতু ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এ সময় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ সুজন উপস্থিত ছিলেন।
কর্মী সভায় বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমা বেগম রতœা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর বিএনপির আমলে এদেশে কি উন্নয়ন হয়েছে তা আপনারা দেখেছেন। আজ আমাদের স্বপ্নের পদ্মা সেতু এই বর্তমান সরকারের হাত ধরেই হচ্ছে এবং তা নিজেদের অর্থ দিয়েই তৈরি হচ্ছে। সে কারণে আপনারা নৌকা মার্কায় আবারও ভোট দিবেন।
তিনি বলেন, একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করে দেশের উন্নয়ন বাধা গ্রস্ত করতে চেয়েছিল। কিন্তু আমাদের নেত্রী তা হতে দেয়নি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ আজ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সামনে নির্বাচন। যদি আমরা সবাই মিলে কাজ করতে পারি তাহলে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবে।
কর্মী সভায় রোকেয়া বেগমকে সভানেত্রী, চায়না রানীকে সাধারণ সম্পাদক ও আমেনা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে পৌরসভা ৩নং ওয়ার্ড যুব মহিলা লীগের ৪১বিশিষ্ট কমিটি গঠন করা হয়।