॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা মানছে না জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি(রেজিঃ নং-ঢাকা-৩৩১৫)। অবৈধভাবে তারা ডিজেল চালিত থ্রি-হুইলার (মাহেন্দ্র) গাড়ীর নিকট থেকে অর্থ আদায় করে চলেছে।
এ ব্যাপারে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপ (রেজিঃ নং-বাম টিও-১৩/১৩)’র পক্ষ থেকে জেলা প্রশাসনের নিকট দাবী জানানো হয়েছে।
জানাগেছে, জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি ডিজেল চালিত অটোরিক্সা/অটোটেম্পু গাড়ীর নিকট থেকে স্টিকার/স্লিপ দিয়ে অর্থ আদায়সহ অবৈধ কার্যকলাপ শুরু করলে সংগঠন ২টির মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা মারামারি ও মামলা-মোকর্দ্দমা পর্যন্ত গড়ায়। এ বিষয়ে ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ জুয়েল জেলা প্রশাসক বরাবর অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির বিরুদ্ধে লিখিল অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে তদন্তের জন্য জেলা প্রশাসক বিআরটিএ’কে নির্দেশ দেন। বিআরটিএ’র পক্ষ থেকে এ বিষয়ে সংগঠন ২টির রেজিস্ট্রেশন প্রদানকারী সংস্থাগুলোর মতামত নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ প্রেরণ করা হয়। তখন জেলা প্রশাসকের দপ্তর থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও শ্রম পরিদপ্তরে পত্র দিয়ে উভয় সংগঠনের বিষয়ে মতামত চাওয়া হয়। উভয় দপ্তর থেকে মতামত পাওয়ার পর গত ২৪/০১/২০১৭ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ কাওছার হোসেনের স্বাক্ষরিত ০৫.০০.৮২০০.০২৪.০৫.০১৭.১৫-৯৮(২) নং স্মারকে সংগঠন ২টির বিষয়ে নির্দেশনা জারী করা হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, শ্রম পরিদপ্তর কর্তৃক প্রদত্ত ‘রাজবাড়ী জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি (রেজিঃ নং-ঢাকা-৩৩১৫)’ ডিজেল চালিত থ্রি-হুইলার ব্যতীত অন্য ধরণের থ্রি-হুইলার গাড়ীর মালিকগণের সমন্বয়ে এবং বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ‘রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপ(রেজিঃ নং-বাম টিও-১৩/১৩)’ শুধুমাত্র ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ীর মালিকগণের সমন্বয়ে গঠিত হবে। সংগঠন ২টি তাদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের গঠনতন্ত্র ও আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ করলে কিংবা নির্দেশনা অমান্য করলে সংগঠনের রেজিস্ট্রেশন বাতিল করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নির্দেশনার পর অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি নির্দেশনা পরিবর্তনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করলে ২৬/০২/২০১৭ইং তারিখে সহকারী কমিশনার মোঃ সুহৃদ সালেহীন স্বাক্ষরিত এক পত্রে তা ‘পরিবর্তন করা সম্ভব নয় বিধায় আবেদনটি নথিজাত করা হলো’ উল্লেখপূর্বক পূর্বের ২৪/০১/২০১৭ ইং তারিখের নির্দেশনাটি প্রতিপালনের জন্য বলা হয়। তা স্বত্ত্বেও অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি অবৈধভাবে ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পুর নিকট থেকে প্রতি মাসে গাড়ীর সামনের গ্লাসে স্টীকার লাগিয়ে গাড়ী প্রতি ২০০/৩০০ টাকা এবং স্লিপ দিয়ে ও স্লিপ ছাড়া প্রতিদিন ১০ টাকা থেকে ৩০/৪০ টাকা পর্যন্ত আদায় করে চলেছে।
জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে এই অবৈধ অর্থ আদায়ের বিষয়ে জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ জুয়েল গত ০১/১০/২০১৭ইং তারিখে পুনরায় জেলা প্রশাসকের নিকট অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তা স্বত্ত্বেও অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির পক্ষ থেকে ডিজেল চালিত থ্রি-হুইলার (মাহেন্দ্র) গাড়ীগুলোর নিকট থেকে অবৈধভাবে অর্থ আদায় বন্ধ না হওয়ায় গত ২৭/১০/২০১৭ইং তারিখে ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আকবর ফকির রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবী মোঃ নিজাম উদ্দিন হায়দারের মাধ্যমে জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির ৩ যুগ্ম-আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, আঃ আজিজ মোল্লা ও আবু তারেক বাবলুকে একটি লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। এতে অর্থ আদায় অনতিবিলম্বে তা বন্ধের দাবী জানানো হয়েছে, অন্যথায় জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।