॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম আবুজর গিফারীর নেতৃত্বে গত ১৪ই অক্টোবর ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২১জন জেলেকে আটক করাসহ ৫০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আ.ন.ম আবুজর গিফারী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় আটককৃত জেলেদের মধ্যে ১৯ জনকে ৮দিনের কারাদন্ড এবং ২জনকে ৫শত টাকা করে জরিমানা করেন।
এছাড়াও অভিযানকালে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ইলিশ সোনাকান্দর এলাকার নদী তীরবর্তী দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। অভিযানের সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী ও একদল আনসার সদস্য উপস্থিত ছিলেন।