॥স্টাফ রিপোর্টার॥ মিউনিসিপ্যাল গভারর্ন্যান্স এ্যান্ড সার্ভিসেস প্রজেক্টের সহযোগিতায় রাজবাড়ী পৌরসভার ইনক্লুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল ২২শে আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পৌরসভার আয়োজনে এ প্রশিক্ষণে পৌরসভার সচিব, কাউন্সিলর, প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, হিসাব রক্ষক, হিসাব সহকারী, কর আদায়কারী, সহকারী কর আদায়কারী, কর নির্ধারক, সরকারী কর নির্ধারক, টিএলসিসি, ডাবলিউ সি, সুশিল সমাজ, আইনজীবি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এতে প্রশিক্ষণার্থী ছিলেন মিউনিসিপ্যাল গভারর্ন্যান্স এ্যান্ড সার্ভিসেস প্রজেক্টের টিম লিডার সৈয়দ মাহাবুব আহসান, পরামর্শক বিপুল কুমার দাস ও এমরানুল হক। প্রশিক্ষণে পৌরসভার প্যানেল মেয়র নির্মল কৃষ্ণ চক্রবর্তী, সচিব হেমায়েত উদ্দিন ও প্রকৌশলী মোহাম্মদ আলী বক্তব্য দেন।