মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বিদ্যুতের মিটার রিডারকে মারপিট করায় থানায় মামলা॥আসামী গ্রেফতার হয়নি

  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ বিদ্যুতের মিটার রিডিং দেখতে গিয়ে রাজবাড়ী বিদুৎ সরবরাহ ওজোপাডিকো লিঃ-এর মিটার রিডিং গ্রহণকারী কাজী শাহজাহান (৫৫)কে মারপিট করেছে উচ্ছৃঙ্খল কয়েক যুবক। গত ২রা আগস্ট সকালে শহরের বিনোদপুর নিউ কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনি গত ৩রা আগস্ট রাজবাড়ী থানায় মামলা করেন। রাজবাড়ী থানার মামলা নং-৭। ধারাঃ ১৪৩/১৮৬/৩৩২/৩০৭/৫০৬/(২) পেনাল কোর্ড। আসামী হলো ঃ বিনোদপুর নিউকোলনী গ্রামের বিদ্যুৎ গ্রাহক আঃ আজিজের ছেলে সুজন শেখ (৩০)সহ অজ্ঞাত ৫/৬জন।
মামলা সুত্রে জানাযায়, গত ২রা আগস্ট সকালে সরকারী কাজে মিটার রিডার কাজী শাহজাহান বিনোদপুর নিউকলোনী এলাকায় বিদ্যুতের গ্রাহক আঃ আজিজের বাসায় মিটার রিডিং দেখতে যান। এ সময় তার ছেলে সুজনসহ অজ্ঞাত ৫/৬জন লাঠিশোঠা ও দা হাতে করে নিয়ে এসে শাহজাহানকে বলে বিদ্যুৎ থাকে না, কিসের মিটার রিডিং করতে আসছিস। এই বলে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে সুজন। এ সময় সে মাটিতে পড়ে গেলে তাকে এলোপাতারীভাবে মারপিট করা হয়। এক পর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ৩রা আগস্ট রাজবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীরা ধরা পড়েনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!