শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

॥শিহাবুর রহমান/চঞ্চল সরদার॥ বিনম্র শ্রদ্ধায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা। এরপর জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগ, জেলা মহিলালীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এরপর স্বেচ্ছায় রক্তদান করেন দলীয় নেতাকর্মীরা। পরে সেখান থেকে শোক র‌্যালী বের করা হয়।
বিকেলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা মহিলা লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসন-৩৮ এর সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ অহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আছমা সিদ্দিকা মিলি বিপিএম, প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি, হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কাজী ইরাদত আলী, এডঃ শফিকুল আজম মামুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডঃ মোঃ শফিকুল হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আগে সাড়ে ৭ কোটি মানুষের আবেগের নাম ছিল শেখ মুজিব। এখন ১৬ কোটি মানুষের আবেগের নাম শেখ মুজিব। ১৫ই আগষ্টের এই দিনে বঙ্গবন্ধুসহ তার পরিবারের যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগরিফাত কামনা করি।
তিনি বলেন, নিজেদের মধ্যে সব কিছু ভুলে আমরা সবাই একত্র হয়ে নৌকার পক্ষে কাজ করবো। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো, শেখ রেহেনার হাতকে শক্তিশালী করবো।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!