॥দেবাশীষ বিশ্বাস॥ সরকারী দপ্তরে সেবা পেতে ঘুষ, দুর্নীতি ও হয়রানীর বিষয়ে ভূক্তভোগীদের সরাসরি অভিযোগ শুনবে দুদক। আগামী ৭ই আগস্ট তারিখে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলাধীন সরকারী অফিসে সেবা ও হয়রানী সংক্রান্ত “দুদুকের গণশুনানী” অনুষ্ঠিত হবে।
আগামী ৭ই আগস্ট সকালে ভূক্তভোগীদের সরাসরি অভিযোগ শুনতে আসবেন দুনীতি দমন কমিশন দুদকের কমিশনার এবং উর্দ্ধতন কর্মর্কাগণ।
গতকাল ৩১শে জুলাই বিকালে দুদুকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক মোঃ ফজলুল হক, সহকারী পরিচালক মোঃ শাহরিয়ার জামিলসহ দুদুকের কর্মকর্তারা রাজবাড়ীতে এসে “গণশুনানী” বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ সাংবাদিক এবং দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেন।
দুদুকের উপ-পরিচালক মোঃ ফজলুল হক জানান, আগামী ৭ই আগস্ট রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুদুকের গণশুনানী অনুষ্ঠিত হবে। সেখানে দুনীতি দমন কমিশনের কমিশনার ডঃ মোঃ মোজাম্মেল হক খানের উপস্থিতিতে এ গণশুনানী অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, সদর উপজেলার বিভিন্ন অফিসে ঘুষ, দুর্নীতি ও হয়রানীর শিকার হওয়া ভূক্তভোগী সেবাগ্রহীতারা উপস্থিত থেকে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। যা পরবর্তীতে দুদক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবে।
উপ-পরিচালক মোঃ ফললুল হক জানান, গণশুনানীতে অংশগ্রহণের জন্য রাজবাড়ীর সদর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার লক্ষে বিভিন্ন প্রচার প্রচারনা শুরু করা হয়েছে।
দৈনিক মাতৃকণ্ঠ কার্যালয়ে পত্রিকার সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের সাথে মতবিনিময়কালে দুদকের উপ-পরিচালক মোঃ ফললুল হক দৈনিক মাতৃকণ্ঠ, সাপ্তাহিক সাহসী সময় ও সাপ্তাহিক রাজবাড়ী সংবাদের বিগত এক মাসের পত্রিকাসহ সাম্প্রতিক সময়ের দুর্নীতি সম্পর্কিত প্রকাশিত পত্রিকার কপি সংগ্রহ করেন।
উপ-পরিচালক আরো বলেন, পত্রিকায় প্রকাশিত দুর্নীতি সম্পর্কিত সংবাদ বিশ্লেষণ করে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।