শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সুপার আবু দাইয়ান জাহাঙ্গীরের বিদায় সংবর্ধনা

  • আপডেট সময় শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের(কালেক্টরেটের) অফিস সুপার মোঃ আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর (৫৯)কে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ১৯শে জুলাই বিকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, বিদায়ী অফিস সুপার মোঃ আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মোঃ মকবুল হোসেন খান, সিএ-কাম-উচ্চমান সহকারী মোঃ রফিকুল ইসলাম, উচ্চমান সহকারী মোঃ রফিকুল ইসলাম ও অফিস সহকারী বাসুদেব কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বিদায়ী অফিস সুপার মোঃ আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীরের দীর্ঘ ৩৭বছর ১মাস ৪দিনের কর্মজীবনের ভুয়সী প্রশংসা করেন এবং তার সুখী অবসর জীবন কামনা করেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান ও সহকারী কমিশনারগণসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী অফিস সুপার মোঃ আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীরকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, মোঃ আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর ১৯৮১ সালের ১১ই মে অবিভক্ত ফরিদপুর জেলার শরিয়তপুর মহকুমার নড়িয়া থানার সার্কেল অফিসে(রাজস্ব) যোগদান করেন। ১৯৮২ সালের ১৭ই আগস্ট পাংশা উপজেলায় যোগদান এবং ১৯৯২ সালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। দীর্ঘদিন জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে পেশকারের দায়িত্ব পালনের পর ২০০২ সালের জুন মাসে জেলা নাজির হিসেবে যোগদান এবং ২০০৬ সালের ১২ই নভেম্বর অফিস সুপার হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যোগদান এবং পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় অফিস সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালের ১৪ই জুন সদর উপজেলা নির্বাহী অফিস থেকে সংযুক্তি হয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পিআরএল-এ যান। তিনি ১৯৯৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ অফিস সুপার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি(ভারপ্রাপ্ত) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!