॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই জুলাই সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।
এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে ২য় বারের মতো জেলার শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছে রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থী গোলাম রব্বানী।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় রোভার গোলাম রব্বানী বলেন, ১৯৯৮ সালে কাব স্কাউট হতে যাত্রা শুরু। এরপর স্কাউটিং করেছি, এখন রোভারিং করছি। বর্তমানে বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। স্কাউটিংকে চাঙ্গা রাখতে রোভারদের নিয়ে মাসিক মিটিংসহ নানা কার্যক্রম করে থাকি। মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছি। আমি ২০১৬ সালেও উপজেলা ও জেলাতে শ্রেষ্ঠ রোভার হয়েছিলাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি, রাজবাড়ী সরকারী কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমানের প্রতি। একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আরএসএল শেখ মোঃ গোলাম রাসেলসহ অন্যান্য শিক্ষক মন্ডলী এবং আমার ইউনিটের সকল রোভার ও গার্ল-ইন রোভারকে। তাদের সহযোগিতা না পেলে আমার এ পর্যন্ত আসা হতো না।