শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী বাজারে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ॥দোকানীর জরিমানা

  • আপডেট সময় রবিবার, ১৩ মে, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী বাজারের একটি দোকান থেকে প্রায় ৫হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের ২নং কোম্পানীর সদস্যরা।
গতকাল ১২ই মে দুপুরে রাজবাড়ী বাজারের পুরাতন পাট বাজার এলাকায় আক্কাস স্টোর নামক একটি দোকান ও গোডাউন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পলিথিন গুলো উদ্ধার করে র‌্যাব।
ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের ২নং কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচ উদ্দিন জানান, আমাদের কাছে তথ্য ছিল আক্কাছ তার দোকান ও গোডাউনে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রি করে আসছিল। গোপন তথ্যে গতকাল ১২ই মে দুপুর দেড়টার দিকে ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে ওই দোকান ও গোডাউন থেকে প্রায় ৫হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত গঠন করে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন পরিবেশ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) সালের ৬(ক) ধারায় ভ্রাম্যমান আদালতে দোকান মালিক আক্কাছকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত নিষিদ্ধ পলিথিন গোদার বাজার এলাকায় পদ্মা নদীর পাড়ে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!