বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী মুক্ত দিবসে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. সুলতানা আলমকে সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

॥ফারুক উদ্দিন॥ ‘প্রবাসেও দেশ ছিল চেতনায়’ এই শ্লোগানকে ধারণ করে শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পরিষদ ও বুনন শিল্প পরিসরের যৌথ আয়োজনে গতকাল ১৮ই ডিসেম্বর রাজবাড়ী মুক্ত দিবসে বিকেলে ৪টায় কাজীবাঁধার বুনন আর্ট স্পেসে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডঃ সুলতানা আলমকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুর জব্বার এবং সরকারী ইয়াছিন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মনসুর-উল-করিম।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং ড. সুলতানা আলমের জীবনী পাঠ করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। এরপর ড. সুলতানা আলম ১৯৭১ সালে আমেরিকায় থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করা, আমেরিকার জনগণকে বাংলাদেশে পক্ষে সমর্থন যোগাতে উদ্বুদ্ধ করা এবং ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে বিশাল যুদ্ধজাহাজগুলো ঠেকানো ব্যবস্থা করার সেই ঘটনার বর্ণনা দেন।
বিশেষ অতিথি অধ্যাপক আলতাফ হোসেন বলেন, এই রকম একজন মুক্তিযোদ্ধার(সুলতানা আলম) সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অধ্যাপক মনসুর উল করিমকে ধন্যবাদ। সুলতানা আপা রাজি হলে তাকে আমি ফরিদপুরের একটি স্কুলে নিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে পরিচয় করানোর সুযোগ পাবো।
বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুর জব্বার বলেন, মনসুর-উল করিম আমার বাল্যবন্ধু। আমি সব সময় তার সাথে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও থাকবো আশা করি। জেলা পরিষদের পক্ষ থেকে বুননে মুক্তিযুদ্ধের ভাস্কর্য বানানোর ব্যবস্থা করেছি।
প্রধান অতিথি পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা বলেন, এ রকম একজন মানুষের সাথে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগছে। আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এসব মানুষের গল্প শুনতে আমার ভালো লাগে। আমাদের নতুন প্রজন্মের উচিত এ সকল মানুষের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানা।
সভাপতি অধ্যাপক মনসুর উল করিম বলেন, আমার ছবির বিষয়বস্তু সব সময় পদ্মাকে কেন্দ্র করে। আমি পদ্মাকে, এই রাজবাড়ীকে ভালোবাসি। সেই জন্য আমার দেশের বাইরে থাকার অনেক সুযোগ থাকলেও আমি তা না নিয়ে রাজবাড়ীতে বুনন শিল্প পরিসরেই থাকি। আমি চাই রাজবাড়ীর শিশুরা আমাকে দেখে তারাও শিল্পী হিসেবে গড়ে উঠুক।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজবাড়ী ও ফরিদপুরের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, মনিমুক্তা, নীলয় সাহা নীল, শানু, মেধা ও ফরিদপুর থেকে আগত রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সম্যক সাহা ধ্রুব।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ড. সুলতানা আলম ও তাদের সহোযোগীদের ১৯৭১ সালের কর্মকান্ড নিয়ে নির্মিত ‘ব্লকেড’ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে এডঃ দেবাহুতি চক্রবর্তী, মুনিরুল হক মুনির, এডঃ লিয়াকত আলী বাবু, আব্দুস সালাম মন্ডল, শাহিনুর বেগম পপি, মুহাম্মদ সাইফুল্লাহ, প্রভাত দাস বিষ্ণু, আব্দুর রাজ্জাক রাজু ও খোকন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!