বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজবাড়ীতে আ’লীগের আলোচনা সভা-দোয়া মাহফিল

  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেছেন, সংগঠনকে শক্তিশালী করতে হবে। ২০১৮ সালের নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিয়েই আমাদের জয়লাভ করতে হবে। কিন্তু সংগঠন শক্তিশালী না হলে আমরা জিততে পারবো না।
গতকাল ১৪ই ডিসেম্বর বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ের মঞ্চে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বুদ্ধিজীবী দিবস কেন পালন করছি তা মা-বোনদের জানতে হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা আছে কিন্তু বুদ্ধিজীবীদের তালিকা নেই। বুদ্ধিজীবীদের তালিকা করতে হবে।
তিনি আরো বলেন, এদেশে বাস করে যারা এখনো পাকিস্তানের স্বপ্ন দেখে সেই বিএনপি-জামায়াতের সাথে আঁতাত করে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা কিন্তু বসে নেই। তারা মাঠে নেমে গেছে। এলাকায় এলাকায় ভোট চাচ্ছে। তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের বাঁচতে দিবে না। স্বাধীনতা নস্যাৎ করার জন্য তারা চেষ্টা করছে। তারা এদেশকে জঙ্গীবাদ, মৌলবাদ বানাতে চায়। সেদিকে আমাদের সবার সজাগ থাকতে হবে। যে যত ষড়যন্ত্র করুক না কেন নৌকার বিজয় হবেই।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ শেখ আব্দুস সোবাহানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা মহিলা লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক মহসিন উদ্দিন বতু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান, উপ-প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন আরজু, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি ও পৌর যুব মহিলা লীগের সভানেত্রী মুক্তি রানী কর প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, বর্তমান সরকার দেশটাকে এগিয়ে নেয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি মা-বোনদের সম্মানিত করেছেন। মহিলাদের বয়স্কভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা দিচ্ছেন। এতো অল্প সময়ে এতো উন্নয়ন করার জন্য তিনি বিশে^ প্রশংসিত হয়েছেন এবং বাংলাদেশকে একটি রোল মডেল তৈরী করেছেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!