॥স্টাফ রিপোর্টার॥ জহুরুল ইসলাম নামের এক গার্ডকে মারপিটের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১৪ই ডিসেম্বর দিনব্যাপী কালোব্যাজ ধারণ কর্মসূচী পালন করেছে রাজবাড়ী রেলওয়ে গার্ড কাউন্সিল।
সকালে রাজবাড়ী রেলস্টেশনের প্লাটফরমে কালোব্যাজ ধারণের সময় রাজবাড়ী রেলওয়ে গার্ড কাউন্সিলের সভাপতি গোলাম মওলা, সাবেক সভাপতি ওসমান গণি, মোক্তার হোসেন, আতিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফজাল হোসেন জানান, গত ১০ই ডিসেম্বর লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা লালমনি একপ্রেস-৭৫২ ট্রেনে অবৈধভাবে এমরান হোসেন নামের একজন এস.আই এসি রুমে যাতায়াতের চেষ্টা করে। ট্রেনের পরিচালক(গার্ড) জহুরুল ইসলাম তাকে নন এসি রুমে যাওয়ার পরামর্শ দেওয়ায় তার সাথে বাকবিতন্ডা হয়। এর জেরে নাটোর রেলস্টেশনে এসে এস.আই এমরান হোসেন তাকে মারপিট করে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল দেশব্যাপী এই কালোব্যাজ ধারণের কর্মসূচী পালন করে। ইতিমধ্যে অভিযুক্ত এস.আই এমরান হোসেনকে ক্লোজড করা হয়েছে।