॥শিহাবুর রহমান॥ ঢাকায় একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে রাজবাড়ীর লেখক মীর আব্দুল আউয়ালের উপন্যাস ‘পদ্মা পাড়ের মানুষ’। বইটি প্রকাশ করেছেন নন্দিতা প্রকাশ। আর প্রচ্ছদ একেছেন রাজিব রায়। বইটির ভূমিকা লিখেছেন প্রকাশক ভবো রঞ্জন বেপারী। এ নিয়ে লেখক মীর আব্দুল আউয়ালের বই মেলায় ২০০৫ সাল থেকে ২০১৭ পর্যন্ত ১০টি বই প্রকাশিত হয়েছে।
পদ্মা পাড়ের মানুষের জীবন প্রতিনিয়ত দোদুল্যমান। ভাঙনের খেলায় ভাঙে তাদের ঘর, ভাঙে সংসার। আবার গড়ে, আবার ভাঙে-চিরন্তন ভাঙা গড়ার খেলা। রাক্ষুসে পদ্মা যেমন কেড়ে নেয় মানুষের তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের সংসার, ফসলের ক্ষেত, আবাসের জায়গাটুকু। আবার এই পদ্মার উপর নির্ভর করেই বেঁচে থাকে কিছু মানুষ। কেড়ে নেওয়া আর উজাড় করে দেওয়া এ যেন পদ্মার এক রঙ-তামাশা। পদ্মা পাড়ের মানুষের জীবনে এ এক অনিবার্য নিয়তি। বইটিতে সেই পদ্মা পাড়ের মানুষের জীবনগাথা লিখেছেন মীর আব্দুল আউয়াল। এ উপন্যাস থেকে নদী ভাঙন এলাকার মানুষের জীবনের চালচিত্র খুঁজে পাবেন পাঠকবৃন্দ। যা তাঁদের অনেক জানার তৃষ্ণা মেটাবে বলে আশা করেন প্রকাশ ভবো রঞ্জন বেপারী।
উপন্যাসটি পাঠকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান লেখক মীর আব্দুল আউয়াল। উপন্যাসটি অমর একুশের বইমেলার নন্দিতা প্রকাশনীর ৪০৪/৪০৫নং ষ্টলে পাওয়া যাচ্ছে।
লেখকের অন্যান্য বই গুলো হলো ঃ কবিতাগ্রন্থ রূপালী, নানা রঙের দিন, উপন্যাস জীবনের খেলাঘরে, ঝগড়াটে বউ, পাশের বাড়ির মেয়ে, তোমার চোখে জল, রহস্য উপন্যাস ভয়াল রাত্রি, রহস্যময় দু’চোখ ও রাতের আঁধারে।