॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী কাজী আব্দুল মাজেদ একাডেমীতে গত বুধবার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে পূজানুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা পাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও প্রসাদ বিতরণ করা হয়।
কাজী আব্দুল মাজেদ একাডেমীর পৃষ্ঠপোষক রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি নিখিল কুমার দত্ত, পাংশা দত্ত মার্কেট বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী অশোক পাল প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মুহাঃ শাহাদত আলী। অনুষ্ঠান উপস্থাপনা করেন সুধন কুমার কুন্ডু।
অন্যান্যের মধ্যে অসীত ভূষন কুন্ডু, মোঃ আমিরুল ইসলাম তোতা, কাজী আসকার দানীয়েল সীপার, শেখ মুহম্মদ সবুর উদ্দিনসহ একাডেমীর শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।