॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সরকারী কলেজে গতকাল ১লা ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা।
গতকাল বুধবার বেলা ১২টায় কলেজ মাঠ প্রাঙ্গনে পূজার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এতে কলেজে পড়–য়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন। নানান আচার ও ধর্মীয় প্রথার মাধ্যমে শিক্ষার্থীরা সরস্বতী দেবীর কাছে নিজেদের বিদ্যা বুদ্ধি ও জ্ঞান বিকাশে প্রার্থনা করেন। এ সময় রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জয়নাল আবেদীন, উপাধ্যক্ষ প্রফেসর এ.এম জাহাঙ্গীর আলম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান দীলিপ কুমার কর, শিক্ষক পরিষদের সম্পাদক সরোয়ার মোর্শেদ খান স্বপন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফ হোসেন, গণিত বিভাগের প্রভাষক অদ্বৈত কুমার দাস, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার দেবনাথ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সমীর কুমার শিকদার, প্রাণী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক প্রভাষ চন্দ্র বিশ্বাস, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক (অবঃ) চন্দনা রাণী সাহা, শিক্ষার্থী অসীম ভৌমিক, রবিন কুমার দাস ,সাগর পাল, সুব্রত রায়, বিজয় সেন, সুমন বিশ্বাস, বিপ্লব বসাক, প্রকাশ মন্ডল প্রমুখ মন্ডপে উপস্থিত ছিলেন। দেবীর আরাধনা শেষে সকলের মাঝে প্রসাদ ও মিষ্টি বিতরণ করা হয়।