সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দেশের শান্তি-উন্নয়ন ও সুশাসনের জন্য জঙ্গী রাজাকার ও তাদের পৃষ্ঠপোষকদের বিদায় দিন —— তথ্যমন্ত্রী ইনু

  • আপডেট সময় শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ ‘নির্বাচন-গণতন্ত্রের নামে কোনো দর কষাকষি নয়, দেশের শান্তি, উন্নয়ন, সুশাসনের জন্য জঙ্গী-রাজাকার ও তাদের পৃষ্ঠপোষকদের বিদায় দিতেই হবে’- বলেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন ২০১৮ সালের নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের ঐক্য বজায় রাখতে হবে।
গতকাল ৩১শে আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর জাতীয় পর্ষদের সভায় সভাপতির প্রারম্ভিক বক্তব্যে তথ্য মন্ত্রী এসব কথা বলেন।
ইনু বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর দেশকে যদি শান্তি, উন্নয়ন, সুশাসনের ধারায় রাখতে হয়, তবে জঙ্গী-রাজাকারের সরকার আসতে দেয়া যাবে না। ১৯৭৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত অপরাজনীতির ধারার ছেদ ঘটাতে ২০১৮ সালের নির্বাচনেই রাজাকার-জঙ্গী ও তাদের লালনকারীদেরকে রাজনীতি থেকে চিরতরে বাদ দিতে হবে।’
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি রবিউল আলম, মীর হোসাইন আখতার, আব্দুল হাই তালুকদার, এডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, লোকমান আহমেদ, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, ফজলুর রহমান বাবুলসহ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ও জেলা কমিটির প্রতিনিধিবৃন্দ দিনব্যাপী সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!