॥স্টাফ রিপোর্টার॥ বিভিন্ন সৃজনশীল কাজের সাথে যুক্ত সুচিন্তা ফাউন্ডেশন প্রকাশ করেছে ‘ভাষা সংগ্রাম ও বঙ্গবন্ধু’ নামের একটি বই। গত ১৭ই ফেব্রুয়ারী ঢাকার অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করা হয়।
রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশিক মাহমুদ মিতুল হাকিমের ব্যবসায়ী প্রতিষ্ঠান “মিতুল ট্রেডিং”-এর পৃষ্ঠপোষকতায় উন্নতমানের ঝকঝকে কাগজে ছাপানো বইটির প্রচ্ছদ এঁকেছেন জাফরুল হাসান। পৃষ্ঠসজ্জা করেছেন মাহবুব এলাহি। সম্পাদকমন্ডলীতে ছিলেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত এবং কোষাধ্যক্ষ তারিক হাসান শমী। পরিকল্পনা ও সমন্বয়কারী জার্নি’র প্রধান নির্বাহী নাজমুল হোসেন। সার্বিক সহযোগিতা করেছেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। বইটি সকল ভাষা সংগ্রামীর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।
৮০ পৃষ্ঠার বইটিতে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, কবিতা এবং ভাষা শহীদদের ছবিসহ অসংখ্য দুর্লভ আলোকচিত্র স্থান পেয়েছে।