॥রঘুনন্দন সিকদার॥ বালিয়াকান্দি উপজেলায় কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রুণ স্থানান্তর বাস্তবায়ন প্রকল্পের(তৃতীয় পর্যায়) আওতায় তিন দিনব্যাপী কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন গতকাল ১৯শে নভেম্বর সকালে প্রাণি সম্পদ প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা ভজন কুমার বিশ্বাস, প্রশান্ত রায় ও বাসন্তী স্যান্যাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম। প্রশিক্ষণে ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে।