॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপিতে গতকাল ১৪ই নভেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায় (২য় সংশোধিত) এর আওতায় কম্বাইন হারভেস্টার প্রদর্শনীর ধান কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে।
বাবুপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ খোকন উজ্জামান ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন। বক্তাগণ কম্বাইন হারভেস্টার ব্যবহারে কৃষক-কৃষানীর সুফল আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাবুপাড়া ইউপির ২নং ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন এসএপিপিও মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানে কৃষি অফিসের অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জানাযায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় এক কৃষকের জমির ধান হারভেস্টারের মাধ্যমে একই সাথে কর্তন, মাড়াই ও বস্তাভর্তি করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ, কৃষক-কৃষানীরা হারভেস্টারের মাধ্যমে একই সাথে ধান কর্তন, মাড়াই ও বস্তাভর্তি করার দৃশ্য উপভোগ করেন।