এনজিও কেকেএস’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আয়োজনে ও পিকেএসএফ’র সহযোগিতায় গতকাল ৯ই নভেম্বর বালিয়াকান্দি কেকেএস শিশু বিদ্যালয়ে শুদ্ধাচার, আবৃত্তি ও বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ)’র সভাপতি মেজবাহ-উল-করিম রিন্টু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক আশফাকুর রহমান। সভাপতিত্ব করেন কেকেএস’র বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম।
কর্মশালায় বিদ্যালয়ের ৫০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন কেকেএস’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর কর্মসূচী সংগঠক ফয়েজুল হক কল্লোল। তিনি বলেন, কেকেএস’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে অধ্যবসায়, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা, সম্মান ও শ্রদ্ধাবোধ শেখানো। এই ধরনের কার্যক্রম বেশী বেশী হওয়া উচিত। তাহলে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারবে। কেকেএস এই শিক্ষামূলক কাজগুলো প্রতিনিয়ত করে যাবে।
অনুষ্ঠানের সভাপতি বলেন, কেকেএস যে সকল ব্যতিক্রমধর্মী কাজ করে তা সমাজের সর্বস্তরের মানুষের জন্য কল্যাণকর। কেকেএস যেন তাদের কার্যক্রম ভালভাবে পরিচালনা করতে পারে সেই জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন -প্রেস বিজ্ঞপ্তি।