॥রঘুনন্দন সিকদার॥ ‘বাল্য বিয়ে বন্ধ করি, শিশুর অধিকার সুরক্ষা করি’ এই শ্লোগানকে সামনে রেখে এনজিও ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচীর উদ্যোগে গতকাল ৮ই নভেম্বর বেলা সাড়ে ১১টার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ‘বাল্য বিবাহ প্রতিরোধে করণীয়’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম। অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ নেফাজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, ব্র্যাকের রাজবাড়ী সদর থানা ব্যবস্থাপক অর্চনা বালা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা ব্যবস্থাপক মোঃ রিপন উদ্দিন, নারুয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার মোঃ হাসেম আলী, মাওলানা মোঃ আবু সাঈদ প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মোঃ মশিউর রহমান এবং সঞ্চালনা করেন কালুখালী-পাংশা উপজেলা ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান।