শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ফরহাদ হোসেন সভাপতি-আবুল বাশার সাধারণ সম্পাদক॥রাজবাড়ী সদর উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

॥রফিকুল ইসলাম॥ বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ৪ঠা নভেম্বর আলীপুর ইউনিয়নের আলাদীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি সুশীল দত্ত তাপসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিশ্বাসের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ হারুনার রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ীর জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বেলগাছী আলিমুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ চৌধুরী এবং রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নূর মোহাম্মদ ভুঁইয়া ও নাজমুল হাসান মিন্টু, জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল্লাহ বিশ্বাস, খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ সিরাজ বিশ্বাস, বসন্তপুর কো-অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক আদেল উদ্দিন মোল্লা প্রমুখ।
সকালে সম্মেলনের প্রথম পর্বে অতিথিদের বক্তব্যের শেষে সদর উপজেলা শিক্ষক সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর উপস্থিত নেতৃবৃন্দের সম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। তারা একান্তে আলোচনার পর কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন বিশ্বাসকে সভাপতি ও আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্যের মধ্যে আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস, মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, বসন্তপুর কো-অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আদেল উদ্দিন মোল্লা ও সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার দাসকে সহ-সভাপতি, মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরানন্দ কুমার সরকার ও সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান মুন্সীকে যুগ্ম-সম্পাদক, বেলগাছী আলীমুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধীরেন্দ্র নাথ দাসকে সাংগঠনিক সম্পাদক, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সামছুল হককে অর্থ সম্পাদক, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদকে দপ্তর সম্পাদক, আরএসকে ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মোঃ জিল্লুর রহমানকে প্রচার সম্পাদক, মঞ্জুর রহমানকে সমাজ কল্যাণ সম্পাদক, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চায়না রানী সাহাকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শচীন্দ্রনাথ বালাকে শিক্ষা ও গবেষণা বিষয়ক শিক্ষক এবং তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা বেগমকে মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!