॥স্টাফ রিপোর্টার॥ ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেল ক্রসিং এলাকা থেকে গত ২৪শে অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালককে হাত পা বেধে একটি ইয়ামাহা ফেজার মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় মোটর সাইকেলের চালক মোঃ অভি মাহমুদ(২৫) গত ৩০শে অক্টোবর রাজবাড়ী সদর থানায় অজ্ঞাতনামা ৪ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অভি মাহমুদ নড়াইল সদর উপজেলার বগুড়া উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে।
অভি মাহমুদ বলেন, আমি গত ২৪শে অক্টোবর রাত ৮টার দিকে ঢাকার মানিক নগর মুগদা ফাঁড়ির সামনে আমার ভাইয়ের বাসা থেকে তার ব্যবহৃত নীল রংয়ের ইয়ামাহা ফেজার মোটর সাইকেল নিয়ে নড়াইল জেলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হই। রাত সাড়ে ১০টার দিকে আমি মানিকগঞ্জ শহরে এসে মোটর সাইকেলটি রাস্তার পাশে রেখে একটি দোকানে বসে চা খাই। এ সময় ওই দোকান থেকে ৩/৪ দোকান পরের এক দোকানদার আমার কাছে আসে এবং মোটর সাইকেলের বিষয়ে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করে। তখন ওই ব্যক্তির কথাবার্তা সন্দেহজনক মনে হওয়াতে আমি দ্রুত সেখান থেকে মোটর সাইকেল নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। ৫মিনিট পর আমি মোটর সাইকেলের লুকিং গ্লাসে লক্ষ্য করি যে একটি সাদা মাইক্রোবাস আমাকে ফলো করতে করতে আমার পিছন পিছন আসছে।
এরপর রাত সাড়ে ১২টার দিকে আমি মোটর সাইকেল নিয়ে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেল ক্রসিং এলাকায় পৌঁছালে ওই মাইক্রোবাসটি আমার গতিরোধ করে মাইক্রোবাসে থাকা এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে থামতে বলে। এ সময় আমি মোটর সাইকেল থামানো মাত্রই মাইক্রোবাস থেকে দুই ব্যক্তি নেমে আমাকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পাঁ বেধে ফেলে। এরপর মানিকগঞ্জে যে দোকানদার আমাকে মোটর সাইকেলের বিষয়ে জিজ্ঞেস করেছিলো সেই ব্যক্তি মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে গোয়ালন্দ মোড়ের দিকে টান দেয়। পরে তারা আমাকে হাত-পাঁ বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোঃ তারিক কামাল বলেন, মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। মোটর সাইকেলটির সন্ধান ও ছিনতাইকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।