॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজার থেকে ১০ টন পিঁয়াজ নিয়ে মানিকগঞ্জ যাওয়ার পথে চালক ও সহযোগিসহ একটি ট্রাক উধাও হয়েছে। উধাও হওয়া ট্রাক নম্বর ঢাকা-মেট্রো-ড-১৪-৫৬৮৯।
বালিয়াকান্দি বাজারের পিঁয়াজ আড়ৎদার মোঃ কাশেম শেখ জানান, গত ২৬শে অক্টোবর বাজার থেকে পিঁয়াজ ক্রয় করি। রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের ননী মোল্লার ছেলে ট্রাক মালিক ইব্রাহিম মোল্লার ট্রাকটি রাত ১০টায় দিকে প্রায় ৮লক্ষ টাকার ১০টন পিঁয়াজ নিয়ে মানিকগঞ্জের সিংগাইর পাড়াগ্রাম বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু এ পর্যন্ত ট্রাকটি পিঁয়াজসহ মানিকগঞ্জে পৌছায়নি। পরে বিষয়টি ট্রাক মালিকের সাথে কথা বললে তিনি কিছুই জানেননা বলে জানান। ট্রাক মালিকের ভাই মোঃ শাহিদুল মোল্লা ড্রাইভার এবং ছেলে ইমরান মোল্লা সহযোগী ছিলেন। তাদের সাথেও কোন যোগাযোগ করতে পারছি না।
এদিকে ট্রাক মালিকের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যাচ্ছে না। মালিকও লাপাত্তা রয়েছে। বিষয়টি নিয়ে থানায় জিডি করতে গেলে থানা জিডি গ্রহণ করেনি।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি শোনার পর ট্রাক চালকের ব্যবহৃত মোবাইল ফোনটি ট্যাক করেছিলাম। বর্তমানে ট্রাকটি ফরিদপুরের সদরে রয়েছে। পিঁয়াজের আড়ৎদারকে ফরিদপুর থানায় গিয়ে যোগাযোগ করতে বলেছি এবং থানায় একটি অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।