॥এম.এইচ আক্কাছ॥ দুর্দিনে তিনি ছিলেন আমাদের আশার আলো, দিক-নির্দেশক ও অভিভাবক। তার নেতৃত্বে আমরা ছিলাম সুসংগঠিত। তিনি ছিলেন অত্র অঞ্চলের একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাকে হারিয়ে আমরা গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতাকর্মীরা অভিভাবকহারা হয়েছি। দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সদ্য প্রয়াত সভাপতি গোলাম মোস্তফার স্মরণে গতকাল ২০শে বিকেলে গোয়ালন্দ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রদল কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন।
রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহবুবুল আলম শাহীনের সভাপতিত্বে¡ আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ছোটভাকলা ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়া, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ, কামরুল ইসলাম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আঃ মুহিত হীরা, গোয়ালন্দ পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মন্তাহা রাতুল, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা আলমগীর আনিস মহরী, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য সেলিম খান ছলিম, বিএনপি নেতা ইলিয়াস হোসেন, আঃ সামাদ মনির, মোঃ জিয়াউল হুদা উজ্জল, প্রয়াত গোলাম মোস্তফার বড় ছেলে আরিফুল ইসলাম, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল শেখ, কামরুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আতিয়ার রহমান, ছাত্রদল নেতা সুলতান হোসেন লিখন, আবু সাইদ মন্ডল, নাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম পরাগ, সাইফুল ইসলাম, ফরিদুল ইসলাম, আতিক হোসেন, জুয়েল শেখ, সুমন প্রামানিক, রফিক প্রমুখ।
বক্তাগণ গোলাম মোস্তফার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন গোয়ালন্দ থানা মসজিদের পেশ ইমাম আবু বক্কার সিদ্দিক। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপি, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, বিএনপি নেতা গোলাম মোস্তফা গত ২৬শে সেপ্টেম্বর ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।