বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দি উপজেলার জামালপুরের কুমার নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহমান কুমার নদীতে গতকাল ২৩শে সেপ্টেম্বর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মীর্জা ফরিদুজ্জামানের পৃষ্ঠপোষকতায় স্থানীয় বেগম সামছুর নাহার স্মৃতি সংঘের উদ্যোগে রতনদিয়া বালুরঘাট এলাকায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টু, নূর মোহম্মদ ভুঁইয়া, সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর বেগম এবং ডাঃ মির্জা আসিফ আকবর নিবির। সভাপতিত্ব করেন বসন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলিমুজ্জামান মন্টু।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, জেলা পরিষদের সদস্য তরুণ নেতা মীর্জা ফরিদুজ্জামান যে আযোজন করেছে সেটা সত্যি গর্বের। এখানে প্রায় ৮ থেকে ১০ হাজার দর্শকের সমাগম হয়েছে। এ থেকে বোঝা যায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য মানুষ কতো ভালবাসে। তিনি আয়োজককে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে এখানে আমাদের সকলের পৃষ্ঠপোষকতায় নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
জেলার ৫টি উপজেলা থেকে ৮টি নৌকার অংশগ্রহণে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উদয়পুরের হীরার তরী প্রথম স্থান, বাবার দোয়া দ্বিতীয় স্থান এবং ব্রজেন্দ্রনাথ বাউয়ালীর নৌকা তৃতীয় স্থান অধিকার করে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!