॥এম.এইচ আক্কাছ॥ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় স্থানীয় এনজিও কেকেএসের উদ্যোগে গত ২১শে সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হতদরিদ্র ২শতাধিক নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
স্বাস্থ্যসেবা গ্রহীতাদের মধ্যে চর্ম ও যৌন রোগের চিকিৎসা প্রদান করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইউনুস আলী মোল্লা এবং দৌলতদিয়াস্থ কেকেএসের সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য কর্মকর্তা আলাউদ্দিন। অন্যান্য রোগীদের পরামর্শ প্রদান করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আশিষ কুমার সাহা।
কেকেএসের সমৃদ্ধি কর্মসূচীর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ শামসুল হকের তত্বাবধানে স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেন কেকেএসের সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন।