বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দির নারুয়ায় কলেজ ছাত্র রাব্বী হত্যার বিচার চায় এলাকাবাসী

  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউপির চর ঘিকমলা গ্রামের কুয়েত প্রবাসী আন্না সরদারের ছেলে ও রাজবাড়ী সরকারী কলেজের ছাত্র রাব্বী সরদার হত্যার বিচার চায় তার এলাকাবাসী।
রাব্বী খুন হওয়ায় তার পরিবারসহ এলাকাবাসীর মাঝে এখনো চলছে শোকের মাতম। নিহত রাব্বীর পরিবার, এলাকাবাসী ও তার সহপাঠীরা এই হত্যার মূল রহস্য বের করে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।
এলাকাবাসী জানায়, রাব্বী অত্যন্ত মেধাবী ও ভদ্র ছেলে ছিল। সে এলাকার সবার সাথে সুন্দর আচরণ করতো। কেন, কি কারণে, কারা তাকে ঢাকা ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে তা আমরা জানিনা। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
নিহত রাব্বীর চাচাতো ভাই ওষুধ ব্যবসায়ী সুজন সরদার জানান, গত ১৬ই সেপ্টেম্বর রাব্বী ঢাকায় তার এক বন্ধুর সাথে দেখা করতে যায়। ঢাকায় যাওয়ার পর সে আজিমপুর এলাকায় আছে বলে বাড়ীতে জানায়। তার কিছুক্ষণ পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে পরিবারের সবাই হতাশ হয়ে পড়ে। গত মঙ্গলবার রাতে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনাক্ত করা হয়। আমরা তার হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
উল্লে¬খ্য, মেধাবী ছাত্র রাব্বীর লাশ ঢাকার আশুলিয়া থানার পুলিশ অজ্ঞাত পরিচয়ে উদ্ধার করে। পরে তার পরিবার গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল থেকে তার লাশ শনাক্ত করে গত বুধবার গ্রামের বাড়ীতে নিয়ে এসে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!